শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

মাধবপুরে মেয়েকে কুপিয়ে হত্যা করেছে পিতা মঈন উদ্দিন , ঘাতক পিতা আটক

মাধবপুরে মেয়েকে কুপিয়ে হত্যা করেছে পিতা মঈন উদ্দিন , ঘাতক পিতা আটক

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ফোনে কথা বলায় নিজের কিশোর মেয়ে সন্তান রানু আক্তার (১৫) কে খেজুর গাছের ধারালো ঢাল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে । এ ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে । থানা পুলিশ ঘাতক পিতা মঈন উদ্দিনকে ঘটনাস্থলে আটক করেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুর মোহাম্মদ জানান , ঘনশ্যামপুর গ্রামের ঘাতক মঈন উদ্দিনের কিশোরী মেয়ে মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলে । ফোনে অতিরিক্ত কথা বলতে নিষেধ করে আসছিল পিতা মঈন উদ্দিন। রানু আক্তার ফোনে কথা বলতে দেখে শাসন করে । এক পর্যায়ে রানু আক্তার রেগে গিয়ে পিতার সাথে তর্ক লিপ্ত হয়। এতে পিতা রাগান্বিত হয়ে খেজুর ঢাল দিয়ে সজোরে আঘাত করে । এ সময় ঘটনাস্থলে রানু আক্তার মৃত্যু ঘটে । থানা পুলিশ এ খবর পেয়ে ঘাতক মঈন উদ্দিনকে আটক করে । মঈন উদ্দিন প্রায় দুই বছর পূর্বে দুবাই থেকে এসে কৃষি কাজে যোগদেন । মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি আব্দুল্লাহ আল মামুন জানান , এ ঘটনায় মামলা প্রস্তুুতি চলছে । # সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে , মোবাইল ঃ ০১৭১১ – ১৫৯ ৪৪৭ , তাং- ২২/০১/২০২৫ ইং ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn