শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ গ্রেফতার ১

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ গ্রেফতার ১

 

জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)  ৬০ কেজি ভারতীয় গাঁজা সহ  চিহ্নিত  মাদক ব্যবসায়ী ও ডাকাত জুয়েলকে গ্রেফতার করেছে।

বুধবার (২৯ জানুয়ারী) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের শওকত আলীর আমবাগান থেকে জুয়েলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।এ সময় জুয়েলের দখলে থাকা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জুয়েল ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আউস মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নন্দনকান্তি ধর জানান, ‘ডিবি পুলিশ গোপন সূত্রে জানতে পারে জুয়েল ও অন্য কয়েকজন ভারত সীমান্ত থেকে কয়েকটি বস্তা নিয়ে আহম্মদপুর হাইস্কুলের দক্ষিন দিকের আমবাগানে  প্রবেশ করলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ডিবির একটি টিমের ধাওয়ার মুখে পড়ে। এসময় বস্তা ফেলে কিছু লোক পালিয়ে সীমান্তের দিকে চলে যেতে সক্ষম হলেও জুয়েল ধরা পড়ে।’

জুয়েল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৮/১০ টি মাদক মামলার আসামী।তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn