রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

মাধবপুরে চাঁদাবাজি ও ক্ষমতা অপব্যবহার অভিযোগে বহরা ইউনিয়নের বিএনপি সভাপতি রিপন বহিষ্কার

মাধবপুরে চাঁদাবাজি ও ক্ষমতা অপব্যবহার অভিযোগে বহরা ইউনিয়নের বিএনপি সভাপতি রিপন বহিষ্কার

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বহরা ইউনিয়নে বিএনপি সভাপতি শাহিন আলম রিপন (৩৮) চাঁদাবাজি ও ক্ষমতা অপব্যবহার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে । গত বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) মাধবপুর উপজেলা দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শাহীন আলম রিপনকে বহরা ইউনিয়ন সভাপতি পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে মাধবপুর উপজেলা বিএনপি ‘র কার্যনির্বাহী কমিটি’র সিদ্ধান্তে শাহীন আলম রিপনকে বহরা ইউনিয়ন বিএনপি সভাপতি পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে । সূত্রে জানা যায় , বহিস্কৃত বিএনপি সভাপতি শাহিন আলম রিপন উপজেলা চৌমুহনী ইউনিয়নে অবস্থিত কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগ্রো লিমিটেড কারখানায় মোটা অংকের চাঁদা দাবি করে। কোম্পানি থেকে চাঁদা না পেয়ে কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগ্রো লিমিটেড ভাংচুর করে শাহীন আলম রিপন । এ ঘটনার কোম্পানি কর্তৃপক্ষ পক্ষে প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে মাধবপুর থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি করেন । এ বিষয়টি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন সহ দলীয় নেতা – কর্মী ছাড়াও এলাকায় লোকজনের মাঝে জানাজানি হলে শাহীন আলম রিপনকে দল থেকে বহিষ্কার করা হয় ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn