সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

মাদ্রাসা এ গাউসুল আযম মাইজভান্ডারি পরিদর্শনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক

শুক্রবার (৪ আগস্ট) SZHM ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিদর্শনে আসেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ জিয়াউল আহসান।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আওলাদ-এ রাসুল (দ:) হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী), ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কাছেম, জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু মোহাম্মদ, বখতপুর দায়রাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বটন কুমার দে, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব ড. নিজামউদ্দিন জামি, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ তাজুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য জনাব জহাঙ্গীর আলম, জনাব নাজিম উদ্দিন, শাহনাজ খানম , মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিক উদ্দিন, মাওলানা মুজিবুল হক, উম্মুল ওয়ারা, জনাব নুরুল করিম, জনাব সবুজ চন্দ্র, মাওলানা দিদারুল আলম, হোসাইন প্রমুখ।

পরিশেষে পরিচালক মাদ্রাসা ভবনের সামনে একটি বৃক্ষের চারা রোপণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn