
গত ২৭ মে ২০২৩ইং মাদ্রাসা ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী হামজারবাগ বিবিরহাট পাঁচলাইশ চট্টগ্রাম-এ পরিচালনা পর্ষদ এর সভাপতি মোহাম্মদ আলী সভাপতিত্বে পরিচালনা পর্ষদ এর ৫৪তম সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সুপার/সচিব সোহেল মাহমুদ পারভেজ, সদস্য ফজলুল হক ফজু, এম. মখসদুর রহমান হাসনু, ওমর ফারুক, সৈয়দ আবু আহমদ, মোহাম্মদ ফারুক, হাজী নজরুল ইসলাম। বক্তারা বলেন মাদরাসার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।
Post Views: ১০১