১৫-ই রমজান আহলে বাইতে আত্বহারে রাসুল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামার অন্যতম হযরত ইমাম হাসান (রা.)’র মোবারক বেলাদত দিবস উপলক্ষে ‘মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভা-ারী প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল সুসম্পন্ন হয়। পরিষদের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবাইদ জাহাঙ্গীর নাইমের সঞ্চালনায় মাদরাসা ক্যাম্পাসে আয়োজিত এ মাহফিলে প্রারম্ভে পবিত্র কুরআন তিলাওয়াত করেন পরিষদের সহ অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ আলি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা -এ গাউসুল আযম মাইজভা-ারী’র অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম (ম.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভা-ারী পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক আবু মোহাম্মদ, বটন কুমার দে, অভিভাবক সদস্য নাজিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ‘এক মাসের সিয়াম সাধনা একজন মুসলিমের সারা জীবনের জন্য পাথেয় স্বরূপ। এরসাথে ইফতার মাহফিলগুলোও আমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, ভাব-বিনিময় বৃদ্ধি করে। সে হিসেবে আজকের এই মাহফিলটি খুবই গুরুত্ববহ ছিল।’ পরিশেষে মাহফিলের সভাপতির বক্তব্য সমাপান্তে আউলাদে রাসুল (দ.) বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.)’র রওজায়ে আকদাসের খাদেম ও অত্র পরিষদের সহসাধারণ সম্পাদক হাবিবুল্লাহর মিলাদ-ক্বিয়াম শেষে মাদরাসার অধ্যক্ষ মহোদয়ের মোনাজাতের মাধ্যমে মাহফিল পরিসমাপ্ত হয়।