মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

নগরের চান্দগাঁও থানার মাদক মামলায় মোহাম্মদ আয়াছ (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। রবিবার (১১ জুন) পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ।

কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আয়াছ কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নতুন বাহারছড়া এলাকার মো.আবুল কালামের ছেলে। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আয়াছ ।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ৪ মে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে থেকে মোহাম্মদ আয়াছকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-অঞ্চল চান্দগাঁও সার্কেল। এ সময় তার কাছ থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন চান্দগাঁও সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn