রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

মাটির নিচে লুকায়িত অবস্থায় ০২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ দম্পতিক গ্রেফতার

মাটির নিচে লুকায়িত অবস্থায় ০২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ দম্পতিক গ্রেফতার

 

মাটির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ০২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ রাজশাহী মহানগরীর পবা থেকে মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে, সিপিএসসি, র‌্যাব-৫।গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়গাছি গ্রামস্থ কতিপয় মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব -৫ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে গভীর রাতে অভিযান পরিচালক করে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে উক্ত বসতবাড়ীর ভিতরে থাকা গোয়াল ঘরের মেঝেতে মাটির নীচে বালতির ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ০২ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।ধৃত আসামীদ্বয় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন যাবত পারিবারিকভাবে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছে।উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর পবা থানায় একটি নিয়মিত মামলা রুজু করার হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn