মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর ত্রৈমাসিক সভা সম্পন্ন

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়মিত ত্রৈমাসিক সভা পাচঁলাইশ হামজারবাগস্থ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) খানকাহ শরীফে গত ২৭ মে ২০২৩ ইং দুপুর ৩:০০টায় অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে কোরআান তেলাওয়াত, নাতে রাসুল (সাঃ) এবং মাইজভান্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে উক্ত সভার শুভারম্ভ হয়। সভাপতির স্বাগত বক্তব্যের পর সভার সঞ্চালক ত্রৈমাসিক প্রতিবেদন সকলের সামনে উপস্থাপন করেন। উক্ত ত্রৈমাসিক সভা সঞ্চালনায় ছিলেন এডভোকেট মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী (উজ্জ্বল)। সভায় পূর্ব নির্ধারিত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় পর্ষদ সদস্যগণ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কামাল উদ্দিন আহম্মদ, মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, কাজী নিজামুল ইসলাম, মোহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জয়নাল আবেদীন, এম মকসুদুর রহমান হাসনু, মোহাম্মদ আজগর আলী, এস এম মোরশেদুল আমিন, মোঃ আশরাফুজ্জামান আশরাফ, মোঃ দিদারুল আলম, মোঃ আলী, মোঃ আলমগীর কবির, মোঃ ফজলুল হক ফজু, মোঃ আবুল কালাম, মীর মোঃ সফিউল আলম নিজাম, শেখ মোকসেদুর রহমান, মোঃ ইউসুফ আলী, মোঃ আশরাফ উদ্দিন সিদ্দিকী প্রমুখ। সাংগঠনিক আলোচনা শেষে মিলাদ ও মোনাজাত এর মাধ্যমে মুসলিম উম্মাহ এবং সমগ্র মানবজাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে উক্ত ত্রৈমাসিক সভা শেষ হয়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn