
রমজান মাসে দরিদ্রদের খাবার বিতরণ পবিত্র ইসলামের অন্যতম অনুসঙ্গঁ- ড. ইফতেখার উদ্দিন চৌধুরী
ফটিকছড়ি প্রতিনিধি :-
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ২১ মার্চ মঙ্গলবার ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম মিলনায়তনে গরীব দুঃস্থদের মাঝে ১৫ ধরনের কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বরেণ্য সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উম্মুল আশেকিন মনোয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক মাওলানা হাফেজ আবুল কালাম, মাওলানা আনোয়ার, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাংবাদিক সমীর কান্তি দাশ, ঝুমুর সর্দার, মিটু দাশ গুপ্ত, নারায়ন আচার্য, বিজন শীল, সুমন শীল, শিপ্রা বসু মল্লিক, সোমা চৌধুরী, কাশ্মিরি দাশ, সোনরাম আচার্য প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শীল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রমজান মাসে দরিদ্রদের খাবার বিতরণ পবিত্র ইসলামের অন্যতম অনুসঙ্গঁ। অনুষ্ঠানে ৭০ জনকে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসআই/জেবিএস