শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ ধর্ম পুর শাখার কাউন্সিল অনুষ্ঠিত

মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ ধর্ম পুর শাখার উদ্যাগে হাজি আবদুল মালেক মার্কেটস্থ অত্র হক কমিটি শাখার কার্যলয়ে পবিত্র শোহদায়ে কারবালা স্মরণে মিলাদে মোস্তফা (দঃ) বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (কঃ) চন্দ্র মাসিক ফাতেহা, তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ, সংবর্ধনা, স্মারক প্রদান ও দ্বি বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শাখার সভাপতি ফজল করিম কোম্পানি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ জিয়া উদ্দীন কাদেরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া হক কমিটি ফটিকছড়ি দক্ষিণ ‘ঘ’ জোনের সমন্বয়ক সাংগঠনিক প্রতিনিধি মাস্টার নাসির উদ্দীন।

অনুষ্ঠানের  শুরুতে কোরআন তেলোয়াত নাতে মোস্তফা (দঃ) ও মাইজভান্ডারী কালাম পরিবেশেনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শাখার উপদেষ্টা দিদার আলম, জমির উদ্দীন পারভেজ, জাহাঙ্গীর কন্টেন্টার, উত্তর সর্ত্তা দায়রা শাখার মওলানা শহিদ ভান্ডারী। স্বাগত বক্তব্য রাখেন মাস্টার সৈয়দ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ব্যাংকার জাহেদ আসিফ সাবেক সাধারন সম্পাদক সাব্বীর আলম, আলোকধারা পাঠাগারের কর্মকর্তা শাহাবুদ্দিন রকি, তরুণ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সানী, প্রবাসী সদস্য এমরান হোসেন রনি, ইব্রাহিম, মওলানা ইকবাল হোসেন, সাকিব, ওহিদ, জয়নাল, জাহেদ, রহিম, বাবু প্রমুখ। উপস্থিত সকলের মতামতে মওলানা শায়ের সৈয়দ জিয়াউদ্দীন কাদেরী কে সভাপতি, জয়নাল সাধারণ সম্পাদক ও সাকিব সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক : মো: ওহিদ, ধর্মীয় সম্পাদক : তামিমুল ইসলাম হাবিব, পাঠাগার ও ছাত্র কল্যান সম্পাদক : মো: সাহাবুউদ্দীন রকি, দপ্তর সম্পাদক : মো: মিরাজ, প্রচার সম্পাদক : মো: জাহেদ, আপ্যয়ন সম্পাদক : মো রহিম সহ মোট ২১ সদস্য একটি ২০২৩-২০২৪ প্যানেল ঘোষণা করা হয়।

পরে তরিকত ও মানবতার কল্যাণে অবদান রাখায় অত্র শাখার বিদায়ী সভাপতি ফজল করিম কোম্পানি কে সম্মাননা স্বারক ক্রেস তুলে দেওয়া হয়। মিলাদ কিয়াম দোয়া মোনাজাতের পর বিপুল সংখ্যক আশেক ভক্তদের মাঝে তাবরুক বিতরন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn