শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি রাউজান সদর শাখার কাউন্সিল সম্পন্ন

মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি রাউজান সদর শাখার কাউন্সিল সম্পন্ন

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার ব্যবস্হাপনায় ডাক্তার খানা শাখার অস্হায়ী কার্যালয়ে গতকাল ১৬ মে শুক্রবার বাদে মাগরিব বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আবদুল হাকিম সেলিম, রাউজান উপজেলা খ’ জোনের সমন্বয়ক সাকিদুজ্জামান শফির পরিচালনায় বক্তব্য রাখেন রাউজান সদর শাখার সাবেক সভাপতি মুহাম্মদ খোরশেদুল আলম শরীফ, মুহাম্মদ বদিউল আলম, শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আবদুল হাকিম সেলিম বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

দ্বিতীয় অধিবেশনে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা খ’ জোনের সমন্বয়ক সাকিদুজ্জামান শফির সভাপতিত্বে ও সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য কাজী মাওলানা হাবিবুর হোসাইন মাইজভাণ্ডারী।

বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মুহাম্মদ ইউসুফ আলী, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক মাষ্টার আবু তৈয়ব, মাষ্টার মুহাম্মদ আলী, ঢাকা মহানগরের সমন্বয়ক মুহাম্মদ জামাল উদ্দীন, রাউজান উপজেলার সাবেক সমন্বয়ক আবু মুহাম্মদ আক্কাস উদ্দিন মানিক, রাউজান সাপলঙ্গা শাখার সভাপতি মুহাম্মদ খোরশেদুল আলম মানিক, রাউজান পশ্চিম সুলতানপুর শাখার সভাপতি মুহাম্মদ নূরুল ইসলাম, মুহাম্মদ ইউনুস সওদাগর,মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ মুফিজ, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমূখ।

পরিশেষে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে মুহাম্মদ আবদুল হাকিম সেলিমকে সভাপতি ও মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ২১জন বিশিষ্ট একটি শাখা গঠন করা হয়।
মিলাদ কিয়াম ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn