মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির ৩ যুগে পদার্পন উপলক্ষে ‘ভক্তি’র মোড়ক উন্মোচন
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশের ৩৫ পেরিয়ে ৩৬ এ ৩ যুগে পদার্পণ উপলক্ষে সূর্যগিরি আশ্রম শাখার ‘ভক্তি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা জহুরুল হক হল রুমে বইটির মোড়ক উন্মোচন প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বারক সম্মাননা এবং বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, ফটিকছড়ি থানার তদন্ত অফিসার ইনচার্জ মো: রফিক, ইনস্ট্রাক্টর হোসেন এমরান, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো: সাইয়েদ, সহ-সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি লায়ন বরুণ কুমার আচার্য, সাংবাদিক আহমদ আলী, আক্কস উদ্দিন, মো: সোলায়মান, উপদেষ্টা তরুণ কুমার আচার্য, ঝুমুর সর্দার, অভি সর্দার, নারায়ণ আচার্য, সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ধিমান দাশ, বিপ্লব চৌধুরী কাঞ্চন, মানিক বড়ুয়া, অভি বসু মল্লিক, মাষ্টার জেএম তাওহিদ হোসেন, ছাত্রনেতা আকিব হাসান মাহি, মো: আদনান, রামাদান সামির, জিয়া উদ্দিন, কামরুল হাসান, মোহাম্মদ মুজিব প্রমুখ।