সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

মাইজভাণ্ডার শরীফে শব-ই বরাত পালিত

মাইজভাণ্ডার শরীফে শব-ই বরাত পালিত

শাবান মাসের পঞ্চদশ রাতকে শব-ই বরাত বলা হয় । শব মানে রাত এবং বরাত মানে মুক্ত হওয়া বা সম্পর্কচ্ছেদ করা। যেহেতু এ রাতে মুসলমানগণ তাওবা করে পাপরাশি থেকে সম্পর্কচ্ছেদ করে এবং আল্লাহ তা’আলার রহমতে অগণিত মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পায়,তাই এ রাতকে শব-ই বরাত বলা হয় । এই মহিমান্বিত রাতে মাইজভাণ্ডার দরবার শরীফে ইমামুল আউলিয়া হুজুর গাউসুলআজম মাইজভাণ্ডারী
মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র রওজা শরীফে নামাজ পরবর্তী মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়।
এতে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী প্রকাশ ছোট হুজুর কেবলা এই বরকতময় রাতে সকলের তরে ফরিয়াদ করেন, এসময় উপস্থিত ছিলেন দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মুন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (ম.)সহ অসংখ্য জায়েরীন মুহিব্বীনবৃন্দ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn