সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

মহা ভারত থেকে আদা এলো ৫ টন

মহা ভারত থেকে আদা এলো ৫ টন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাঁচ টন আদা আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সামাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর হয়ে আদা নিয়ে একটি পিকআপ আখাউড়া স্থলবন্দর এসে পৌঁছায়।

সিঅ্যান্ডএফ এজেন্ট সোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকার মো. রাজিব উদ্দিন ভূঁইয়া বলেন, মোট ১০ টন আদা এলসি করা হয়েছে। প্রতি টন আদার মূল্য ৪৫০ মার্কিন ডলার করে মোট ৪ হাজার ৫০০ মার্কিন ডলার মূল্যের আদা আমদানি করা হচ্ছে।

আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সামাউল ইসলাম জানান, মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে আদা আমদানি করেছে। মোট ১০ টন আদা আমদানির জন্য এলসি খুলেছে প্রতিষ্ঠানটি। আমদানি পণ্য থেকে যথারীতি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক আদায় করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn