
মহাস্থান মাজার পরিদর্শনে ইরানি রাষ্ট্রদুত মানসুর চাভোশি
তিন দিনের সফরে বগুড়া পরিদর্শনে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।
বগুড়া মহাস্থান শনিবার বিকালে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রাষ্ট্রদূত মানসুর চাভোশ মহোদয় মহাস্থান শাহ সুলতান বলখী (রহঃ) এর মাজার শরীফ ও মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও মহাস্থান মাজার মসজিদ কমিটির সম্পাদক জিয়াউর রহমান , শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, মাজার মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, সদস্য আলহাজ্ব মিনহাজ আলীসহ অত্র প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, শিবগঞ্জ, বগুড়া এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Post Views: ৩৭