![](https://dainikanandabarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মহারাষ্ট্রে ৩ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী !
ভারতের মহারাষ্ট্রে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হল স্বামীকে। স্ত্রীর অপরাধ পরপর ৩টি কন্যা সন্তানের জন্ম দেওয়া। মুম্বই থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে অবস্থিত পার্বণী জেলার এক গ্রামে ঘটেছে এমনই ঘটনা। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, অভিযুক্তের নাম কুন্ডিক উত্তম কালে (৩২)। ওই যুবকের সঙ্গে মাইনা নামের এক তরুণীর বিয়ে হয়েছিল। মাইনার বোনের দাবি, পরপর কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য নিয়মিত দিদিকে গঞ্জনা সহ্য করতে হত। উত্তম তাঁকে মারধর ও করত বলে তিনি অভিযোগ করেছেন। ৩য় সন্তান ও মেয়ে হওয়ার পর থেকে অত্যাচার আরও বাড়ে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) নির্যাতন আরও চরমে ওঠে। তারপরই পেট্রল এনে সে আগুন দিয়ে দেয় মাইনার গায়ে। আতঙ্কে তিনি রাস্তায় বেরিয়ে ছুটতে থাকেন। এলাকার লোকজন দেখতে পান দাউ দাউ আগুনে জ্বলছেন তরুণী। দ্রুত আগুন নেভানো হয়। দেখা যায়, ততক্ষণে প্রায় পুরো শরীরই পুড়ে গিয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। শনিবার (২৮ ডিসেম্বর ) গ্রেফতার করা হয়েছে উত্তমকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।