
মহারাষ্ট্রে কাকভোরে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত
রবিবার (২ ফেব্রুয়ারি ) ভারতের মহারাষ্ট্রে বড়সড় দুর্ঘটনা। খাদে পড়ল বিলাস বহুল বাস। প্রাণ গেল ৭ জন পুণ্যার্থীর। আহত আরও ১৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক- গুজরাট হাইওয়েতে। জানা যায়, বাসটি মহারাষ্ট্রের ত্রিম্বাকেশ্বর থেকে গুজরাটের দ্বারকার দিকে যাচ্ছিল। দেবদর্শনে বেরিয়ে ছিলেন যাত্রীরা। এদিন ভোর ৫টা ৩০ মিনিটে নাসিক- গুজরাট হাইওয়ে ধরে যাওয়ার সময় পাশের পাহাড়ি খাদে পড়ে বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাগ্রস্ত বাসটি দু’টুকরো হয়ে গিয়েছে। সকল যাত্রীই গুরুতর আহত। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আহত। নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বাস যাত্রীরা সকলেই মধ্যপ্রদেশের গুনা, শিবপুরী এবং অশোকনগরের বাসিন্দা। ২৩ ডিসেম্বর থেকে তীর্থযাত্রীয় বেরিয়েছিলেন ৪৬ জন পুণ্যার্থী। ৪টি বাসের চেপে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের তীর্থস্থান বেড়ানোর পরিকল্পনা ছিল। সেই ৪টি বাসের ১টি এদিন পাহাড়ি খাদে পড়ে। কিভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোরের দিকে কুয়াশা ছিল। চালকের ও চোখে ঘুম জড়িয়ে এসেছিল। তার ফলেই নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন তিনি। রাস্তার পাশে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে।