বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণ ! ২ অভিযুক্ত গ্রেফতার 

মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণ ! ২ অভিযুক্ত গ্রেফতার

 

ঈদের আগের দিন বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের মহারাষ্ট্রের একটি মসজিদ। রবিবার (৩০ মার্চ) ঘটনাটি ঘটেছে বীড় জেলায়। বিস্ফোরণের ঘটনায় হতাহতের পরিমাণ এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা স্থানীয় বাসিন্দা বলেই প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ সূত্রে প্রকাশ, রবিবার (৩০ মার্চ) আচমকা কেঁপে ওঠে বীড়ের মসজিদ চত্বর। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। শুরু হয় হুড়োহুড়ি। জানা যায়, জিলেটিন স্টিক ব‍্যবহার করে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। ২ অভিযুক্তকে কিছুক্ষণ  বাদেই ধরে ফেলেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। প্রত‍্যক্ষদর্শীরা পুলিশ জানিয়েছেন, একব‍্যক্তি মসজিদের পিছনের একটি ফটক দিয়ে ভিতরে ঢুকেছিলেন। তারপরেই বিস্ফোরণ হয়। মনে করা হচ্ছে, ওই ব‍্যক্তিই জিলেটিন স্টিক রাখেন মসজিদে। বিস্ফোরণে মসজিদের অভ‍্যন্তরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। দেওয়ালের একাংশ খসে গিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn