
মহারাষ্ট্রের নাগপুরে হিংসার মাস্টার মাইন্ড ফাহিম খান গ্রেফতার !
মুগল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে সম্প্রতি হিংসা ছড়িয়েছে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে। এই ঘটনায় একব্যক্তিকে মাস্টার মাইন্ড বলে চিহ্নিত করল পুলিশ। অভিযুক্তের নাম ফাহিম খান। অভিযুক্ত ব্যক্তিই সেদিনের ঘটনার মূলে বলে জানিয়েছে পুলিশ। নাগপুর পুলিশ সূত্রে প্রকাশ, হামলার পরিকল্পনা ও উসকানি দিয়ে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফাহিম খানকে। তিনি মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির অঞ্চল সভাপতি বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ, ঘটনার রাতে ২ জায়গায় ষড়যন্ত্র করে অশান্তি ছড়িয়েছিলেন ফাহিম। অশান্তির উদ্দেশে ঘন্টাখানেক আগে থেকে লোক জমা করেছিলেন তিনি। আগামী শুক্রবার (২১ মার্চ) পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে তাঁকে। প্রসঙ্গ, মুগল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে হিংসা ছড়ায় মহারাষ্ট্রের নাগপুরে। সোমবার (১৭ মার্চ) রাত থেকেই হিংসার আগুনে জ্বলছে সেখানে। গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। পরিস্থিতি সামলাতে জারি করা হয় কাফিউ। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। দায়ের হয়েছে একাধিক মামলা।