সোমবার - ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মহামায়া ভট্টাচার্য্যরে মহাপ্রয়াণে শোক

সুয়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বর্গীয় ধীরেন্দ্র লাল ভট্টাচার্য্যরে সহধর্মীনি ও মাস্টার পুরঞ্জন ভট্টাচার্য্য, বাবুল ভট্টাচার্য্য,স্বর্গীয় অমর ভট্টাচার্য্য, প্রিয়রঞ্জন ভট্টাচার্য ও নিহার ভট্টাচার্য্যরে মমতাময়ী মাতা “স্বর্গীয় মহামায়া ভট্টাচার্য্য”র ইহধাম ত্যাগ করে আপন সাধনোচিত ধামে গমন করেছেন এবং সম্প্রতি মাস্টার ধীরেন্দ্র লাল ভট্টাচার্য্যরে বাড়ী, পূর্ব সুয়াবিল, ব্রাহ্মণপাড়ায় তাঁহার ক্রিয়া অনুষ্ঠিত হয়। শোক সভায় বক্তব্য রাখেন মাস্টার রতন কান্তি চৌধুরী, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, অধ্যাপক দয়াল রায়, প্রকৌশলী কাজল শীল, মাস্টার আশীষ চক্রবর্তী, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, প-িত তরুণ কুমার আচার্য, এডভোকেট উত্তম কুমার মহাজন, ডা. গৌবিন্দ প্রসাদ মহাজন, পাঁচকড়ি শীল, জয়টু শীল, এডভোকেট তরুণ কিশোর দেব, মুক্তিযোদ্ধা বাবুল দেব, কেশব দেব, প-িত লিংকন চক্রবর্তী, রনজিৎ শীল প্রমূখ।
মহামায়া ভট্টাচার্য্যরে মহাপ্রয়াণে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পূজা পরিষদ ফটিকছড়ি, পূজা পরিষদ ভূজপুর, বাগীশিক ফটিকছড়ি, মন্দানিকী মহাতীর্থ, বাজুস ফটিকছড়ি, নাজিরহাট পূজা পরিষদ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ফটিকছড়ি উপজেলা, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ ফটিকছড়ি উপজেলা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ফটিকছড়ি জন্মাষ্টমী পরিষদ, প-িত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ, বাগীশিক নাজিরহাট পৌরসভা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn