রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

মহান ১২ই ভাদ্র ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন

২১ জুলাই, জুমাবার বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলে দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসুফি শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)-এর ছদারতে আসন্ন ১২ই ভাদ্র, ২৭ আগস্ট বাবাজান কেবলা মাওলানা আকদস চরণদ্বীপির ১০৩তম বেছাল বার্ষিকী ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন আওলাদে চরণদ্বীপি (ক.) হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.), শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)। সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ কমান্ডার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আখতার উদ্দীন তালুকদার, মসজিদে গাউসুল আযম মাইজভান্ডারি (ক.) পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দুল হক খান, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন চৌধুরীসহ কেন্দ্রীয় কমিটি ও শাখা সংগঠনের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভা শেষে দেশ-বিদেশে অবস্থানরত দরবারের সকল ভক্ত আশেকানসহ সকলের কল্যাণ কামনা করে দুআ ও মুনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন হুজুর।-প্রেস বিজ্ঞপ্তী

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn