সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির বীর সন্তানদের স্মরণ করছেন জাতীয় নাগরিক পার্টি সিলেট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির বীর সন্তানদের স্মরণ করছেন জাতীয় নাগরিক পার্টি সিলেট

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন জাতীয় নাগরিক পার্টি সিলেট নেতৃবৃন্দ। বুধবার ২৬ মার্চ ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন- সিলেট জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, শ্রমিক উইং এর সংগঠক শিব্বির আহমদ, জেলা সংগঠক নাজিম উদ্দিন শাহান,ফয়সল আহমদ মইনুদ্দিন আহমেদ পাথর শ্রমিক সংগঠক ও চা শ্রমিক সংগঠক লোকমান আহমেদ নির্মাণ শ্রমিক সংগঠ ইঞ্জিনিয়ার জীবন হাওলাদার সহ সিলেট জেলার সংগঠক ও অন্যান্য নেতৃবৃন্দ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।
যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ; সেই বীর শহীদদের প্রতি সম্যান জানাতে ২৬ মার্চ ভোর থেকে ফুল হাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন হাজারো মানুষ। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদী। একইসঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরিধান করে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও আসছেন জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn