মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর-এর পুষ্পমাল্য অর্পণআমরা এই বিজয়ের অংশীদার
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল মহানগরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ষোল শহর বিপ্লব উদ্যানে স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি, এডভোকেট সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সনজয় আচার্য্য, ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ, সহ-সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দীন মোহাম্মদ, আব্দুস শুক্কুর, মোহাম্মদ আবু তৈয়ব, প্রমুখ। সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মহান বিজয় দিবসে যেই উদ্দেশ্যে বিজয় অর্জিত হয়েছে আজও তার বাস্তবায়ন হয় নাই। তার জন্য দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, ভোটের অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। আজকে যারা ক্ষমতা অতিষ্ঠিত তাদের আচার আচরণ অনেকটা জমিদারি ভাব সুলভ আচরণ বলে মনে হয়। আমরা তাদের সাথে গণতন্ত্র মুক্তি আন্দোলনে, ২০২৪ এর বিজয় সংগ্রামে অংশগ্রহণ না করলে তারা কখনো সফল বলে দাবি করতে পারতো না। আমরা সেই বিজয়ের অংশীদার। তার জন্য অবিলম্বে সুস্থ গ্রহণযোগ্য গ্রহনমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করছি। অন্যথায় এই বিজয় বর্র্থ্যতার গ্লানি নিয়ে স্বৈরাচারি হাসিনা যেভাবে দেশ পালিয়েছে তাদেরকে এভাবে পালাতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর