শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

মহাকুম্ভ স্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত 

মহাকুম্ভ স্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

 

সপরিবারে মহাকুম্ভে গিয়েছিলেন। কিন্তু পুণ‍্যস্নান সেরে বাড়ি ফেরার আগ‍েই সবশেষ। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দিল্লির একই পরিবারের ৪ জন। দুর্ঘটনার জেরে ওই দম্পতির গাড়ির পুরোটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি ) গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে ফতেহবাদের কাছে লখনউ- আগরা এক্সপ্রেসওয়েতে। সেই সময় গাড়িতে ছিলেন ওমপ্রকাশ সিংহ (৪২), স্ত্রী পূর্ণিমা (৩৪) ও তাঁদের ২ সন্তান অহনা (১২) আর বিনায়ক (৪)। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন ওমপ্রকাশ। পুলিশ সূত্রে প্রকাশ, তিনি আদতে বিহারের বাসিন্দা। পেশায় দিল্লি হাইকোর্টের আইনজীবী ছিলেন। কর্মসূত্রে পরিবার নিয়ে থাকতেন দিল্লির উত্তমনগরে। রবিবার ( ২৬ জানুয়ারি ) তাঁরা সকলে যান মহাকুম্ভ মেলায়। সোমবার (২৭ জানুয়ারি ) গঙ্গা স্নান করেন। তারপর প্রয়াগরাজ থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিভাবে ঘটল এই দুর্ঘটনা ? এনিয়ে আগরার অতিরিক্ত পুলিশ কমিশনার অমরদীপ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির গতি অনেক বেশি ছিল। রাত হওয়ায় গাড়ি চালাতে চালাতেই ঝিমুনি এসেছিল ওমপ্রকাশের। ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর গাড়িটি সজোরে একটি ডিভাইডার ধাক্কা খেয়ে শূণ্যে উঠে যায়। আছড়ে পড়ে পাশের লেনে। সেই সময় উল্টো দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক ছুটে আসছিল। সেটিই পিষে দিয়ে চলে যায় গাড়িটিকে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন।দুর্ঘটনার খবর পেয়ে সেখানে এসে দেহগুলো উদ্ধার করে পুলিশ তদন্ত চলছে এই ঘটনার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn