শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

মহাকুম্ভ থেকে ফেরার পথে মধ‍্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৬ জন পুণ‍্যার্থী নিহত 

মহাকুম্ভ থেকে ফেরার পথে মধ‍্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৬ জন পুণ‍্যার্থী নিহত

 

 

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ‍্যস্নান সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল অন্তত ৬ জন পুণ‍্যার্থীর। আহত আরও ২ জন। একটি জিপে চেপে ফিরছিলেন তাঁরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি ) সকালে মধ‍্যপ্রদেশের জবলপুরে একটি বাসের সঙ্গে ধাক্কায় উল্টে যায় জিপটি। পুলিশ সূত্রে প্রকাশ, পুণ‍্যার্থীরা সকলেই কর্ণাটকের বেলাগাভি জেলার বাসিন্দা। গত ১৮ ফেব্রুয়ারি তাঁরা সকলেই একটি জিপ ভাড়া করে বেলাগাভি থেকে প্রয়াগরাজ যান। সেখানে পুণ‍্যস্নান সেরে বাড়ি ফিরছিলেন সকলে। ফেরার পথে জবলপুরের খিতোলা থানা এলাকার পাহরেভা গ্রামের কাছে দুর্ঘটনার মুখে পড়ে জিপটি। কিভাবে দুর্ঘটনা ঘটল ? জবলপুরের কালেক্টর দীপক সাক্সেনা জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান, জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। প্রথমে জিপটি জাতীয় সড়কের ভিভাইডারে ধাক্কা মারে। পরে সেটি রাস্তার মাঝখানে চলে আসে। তখন উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। ঘটনাস্থলেই ৬ জন পুণ‍্যার্থীর মৃত্যু হয়। অন‍্য ২ জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শিহোরার একটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাঁদের জবলপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn