বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

মহাকুম্ভে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে গেল গাড়ি, নিহত ১০ পুণ‍্যার্থীর

মহাকুম্ভে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে গেল গাড়ি, নিহত ১০ পুণ‍্যার্থীর

 

 

মহাকুম্ভে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জানা গেছে, একটি বাসের সঙ্গে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উদ্দেশে যাওয়া বোলেরো গাড়ির সংঘর্ষ ঘটে। দুমড়ে মুচড়ে যায় সেটি। গাড়িটিতে ছিলেন ১০ জন পুণ‍্যার্থী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। অপরদিকে, বাসে থাকা যাত্রীদের মধ‍্যেও অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে খবর। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। সূত্রে প্রকাশ, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) মধ‍্য রাতে এই দুর্ঘটনাটি ঘটে প্রয়াগরাজ- মির্জারাজ হাইওয়েতে। মৃতেরা সকলে ছত্তিশগড়ের কোরবার বাসিন্দা ছিলেন। তাঁরা মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ‍্যস্নানের জন্য যাচ্ছিলেন। কিন্তু তার আগেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি আসছিল মধ‍্যপ্রদেশের রাজগড় থেকে। দুর্ঘটনা দেখে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই খবর দেন থানায়। শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা ১০ জন। পুলিশ এসে দ্রুত দেহগুলো উদ্ধার করে। এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। এ দুর্ঘটনার খবর পেয়েই উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ ঘটনাস্থলে নিজের আধিকারিকদের পাঠান। আহতদের দ্রুত উদ্ধার করে যথাযথ চিকিৎসার ব‍্যবস্থার করার নির্দেশ দেন। এরপর মুখ‍্যমন্ত্রী খোঁজ খবর নেন আহতদের। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn