
বোয়ালখালীতে মশা এবং ডেঙ্গুবাহী এডিস মশা নিধনে ঔষধ ছিটানোর সপ্তাহব্যাপী কর্মসুচি শুরু করেছে বোয়ালখালী পৌরসভা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। পৌর মেয়র জানান, সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশক নিধন কীটনাশক ছিটানো হবে। এছাড়া ডেঙ্গুবাহী এডিস মশা যাতে বংশ বৃদ্ধি করতে না পারে সেজন্য ঘরের ছাদসহ বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.প্রতীক সেন, পৌর প্যানেল মেয়র মো. তারেকুল ইসলাম, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ইসমাঈল হোসেন চৌধুরী আবু, মাহমুদুল হক, মো. পারভেজ, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামানসহ পৌর কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ।