
আমাদের দেশের সড়ক দূর্ঘটনা জনিত কারণে মৃত্যুর মিছিল যেন কমছেই না, বরং দিনদিন তার হার যেনো আনুপাতিক হারে বেড়েই চলছে। এমন দূরঘটনাগুলোর দ্বরা সংগঠিত ঘটনাগুলো মাঝেমাঝে লোকসকলকে নির্বাক নিস্তব্ধ করে দেয়, আপনাতে চোখের অশ্রু গড়িয়ে পড়ে। তেমনি এক মর্মান্তিক ঘটনা আজ ঘটে গেলো। একটা পরিবারের জন্য বিষয়টা কতটুকু বেদনাদায়ক, তা কল্পনা করাও মুশকিল। এক ভাই বিদেশ যাচ্ছে। তাকে এয়ারপোর্টে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসাথে মৃত্যু বরণ করেন অন্য দুই ভাই। তারা দু’জন সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন এর বহরপুর গ্রামের বাসিন্দা। সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন এর বহরপুর বড় বাড়ির খোকন ড্রাইভারের দুই ছেলে লিটন ও রাজু’র মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকে নিমজ্জিত আজ পুরো এলাকা। ২১ জুলাই, ২০২৩ তারা তাদের বড় ভাইকে বিদেশ চালিয়ে দিয়ে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। আজ বাদ মাগরিব স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমদের নামাজে জানাজা শেষে দাফন কাজ শেষ করা হয়।