শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

মরদেহ উদ্ধার সাতকানিয়া

সাতকানিয়া নিখোঁজ থাকার তিনদিন পর সাঙ্গু নদী থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. মুন্সি মিয়া (৭২) নামের ওই বৃদ্ধ সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়ার বাঁচা বলির বাড়ি এলাকার বাসিন্দা।
২ জুলাই রোববার সন্ধ্যায় চরতি ইউনিয়নের দ্বীপ চরতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সোমবার (৩ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মো. মুন্সি মিয়া গত বৃহস্পতিবার ঈদুল আজহার দিন দুপুর থেকে নিখোঁজ ছিলেন।
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। রোববার বিকেলে সাঙ্গু নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সন্ধ্যা সাতটার দিকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn