মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

মরদেহ উদ্ধার রংপুরে

রংপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাইদুর রহমানের স্ত্রী লুবনা ইয়াসমিনের (৪১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বরিশালের উজিরপুরের বাসিন্দা সাইদুর রহমান স্ত্রী ও আড়াই বছরের মেয়েকে নিয়ে রংপুর নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় চারতলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। বৃহস্পতিবার সকাল ৯টায় স্ত্রী ও মেয়েকে বাসায় রেখে অফিসে যান সাইদুর। দুপুরের খাবারের বিরতিতে বাসায় ফিরে দরজায় ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর বিকেল ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে লুবনাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। ওই সময় পাশের একটি রুম থেকে মেয়েকে পাওয়া যায়।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লুবনা ইয়াসমিন মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
ওসি আরও জানান, ওই ঘর থেকে অনেকগুলো ঘুমের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn