বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটবাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত ও ৪২ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটবাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত ও ৪২ লাখ টাকা জরিমানা

 

পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলার সদর উপজেলায় বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত এ মোবাইল কোট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম ও মোঃ রুকন মিয়া। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিমের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট এর সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ময়মনসিংহ জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ এবং পুলিশ লাইন্স এর একদল পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

উক্ত মোবাইল কোর্টে ০৭টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সর্বমাট ৪২০০,০০০/টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ০৩টি ইটভাটার কিলন আংশিক ভেঙ্গে ফেলা হয় এবং সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn