শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪

 

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০গ্রাম গাজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪জনকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জের দিক-নির্দেশনায় এসআই মোঃ মুকিত হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন বেতবাড়ী সাকিনস্থ মোরশেদ আলী (৩৭) পিতা মৃতঃ মফিজ উদ্দিন এর বসত ঘরের সামনে উঠানের উপর হতে গত ১১ জানুয়ারি রাতে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোরশেদ আলী (৩৭), পিতা মৃতঃ মফিজ উদ্দিন, মাতা-মোছাঃ কমলা খাতুন, সাং-বেতবাড়ী, মোঃ আঃ জলিল (৫৫), পিতা মৃতঃ মোহাম্মদ আলী, মাতা-হাজেরা খাতুন, সাং-আছিম উত্তর টানপাড়া, উভয় থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।

অপর আরেক অভিযানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর সাকিনস্থ ময়মনসিংহ টু নেত্রকোণা মহাসড়কের পূর্ব পাশে অনিক কম্পিউটার নেটওয়ার্কিং অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে গত ১১ জানুয়ারি ২০২৫ রাতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (২৯), পিতা মৃতঃ আঃ রহমান, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-রঘুরামপুর টানপাড়া, মোঃ শামছুল হুদা (৫০), পিতা-মোঃ করম আলী ফকির, মাতা-মৃতঃ ছালেমা খাতুন, সাং-রঘুরামপুর কুমারিকান্দা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায় যে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।

উদ্ধারকৃত ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn