শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

 

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড আজ ১৩মার্চ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার কাজী আখতার উল আলম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (এিশাল সার্কেল), ময়মনসিংহ।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাষ্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn