রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের গত ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ০৫

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের গত ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ০৫

 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম খান এর দিকনির্দেশনা বিশেষ অভিযানে পরিচালনা করে গত ২৪ ঘন্টায়বিভিন্ন মামলায় মোট ০৫ জন আ*সা*মী গ্রে*ফ*তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ জাহিদ হোসেন বিল্লাল (২৩), পিতা-মৃত মোসলেম উদ্দিন, মাতা-হেলেনা আক্তার, সাং-আকুয়া খালপাড় মোড়লবাড়ী, ভাসমান(ফয়সালের বাসায় ভাড়াটিয়া), ২। মোঃ শাকিরুল ইসলাম (২০), পিতা-ফারুক মিস্ত্রি, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, সাং-আকুয়া গরুর খোয়ার, চুকাইতলা, ভাসমান,(সাইফুলের বাসায় ভাড়াটিয়া), উভয় থানা-কোতোয়ালী, ৩। মাহফুজ আহম্মেদ(২১), পিতা-মৃত আঃ মোতালেব, মাতা-নাজমা খাতুন, সাং-কালী বাজাইল (আকন্দবাড়ী, দেওখোলা ৫নং ইউপি), থানা-ফুলবাড়ীয়া, ৪। মুরাদ হাসান (২০), পিতা-এরশাদ মিয়া, মাতা-সাবিনা বেগম, সাং-১০নং কেওড়াজানী চান্দের বাজার (জামান মেম্বারের বাড়ীর পাশে), থানা-মুক্তাগাছা, সর্ব জেলা-ময়মনসিংহদের কে কাতলাসেন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সামাদুল মীর (৫৩), পিতা-মৃত ইসমাইল মীর, মাতা-হালিমা, সাং-রঘুরামপুর উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ কে থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

প্রত্যেক আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn