মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে সিটি কর্পোরেশন এলাকা সহ বিভিন্ন স্থানে পরিবহনে মোবাইল কোর্ট পরিচালিত

ময়মনসিংহে সিটি কর্পোরেশন এলাকা সহ বিভিন্ন স্থানে পরিবহনে মোবাইল কোর্ট পরিচালিত

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসাধু পরিবহণ ব্যবসায়ীরা যেন বর্ধিত হারে ভাড়া আদায় না করতে পারে সে লক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম এর সার্বিক নির্দেশক্রমে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আজ ৭এপ্রিল সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা, তারাকান্দা, গৌরীপুরসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করা ও ভাড়ার চার্ট না থাকার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয় ও জরিমানা আদায় করা হয়। তাছাড়া ট্রাকে যাত্রী পরিবহনেও বাঁধা দেয়া হয়।
যাত্রীদের ন্যায্য ভাড়ায় ঈদ যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর পক্ষে অসাধুদের বিরুদ্ধে অভিযান চলমান আছে ও থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn