বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় (বালক -বালিকা)গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় (বালক -বালিকা)গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ফাইনাল খেলায় বালক পর্বে ময়মনসিংহ জেলা ২-১ গোল ব্যবধানে শেরপুর জেলার বিপক্ষে বিজয় লাভ করে এবং বালিকা পর্বে ময়মনসিংহ জেলা ৬-৩ গোল ব্যবধানে নেত্রকোনা জেলার বিপক্ষে বিজয় লাভ করে।

আজ মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহামিনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে ফাইনাল খেলায় তোমরা যারা অংশগ্রহণ করেছ তোমার প্রত্যেকেই বিজয়ী। কারণ তোমরা উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত হয়েই বিভাগীয় পর্যায়ে এসেছ।

তিনি আরো বলেন, বিভাগীয় পর্যায়ে যারা বিজয়ী হয়েছে , জাতীয় পর্যায়ে বিজয়ের ধারা অব্যাহত রেখে, এই বিভাগের সুনাম অর্জন করবে। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn