সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত জিরা, চিনিসহ যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত জিরা, চিনিসহ যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেফতার

 

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় নিষিদ্ধ আমদানিকৃত ১২১ বস্তা ভারতীয় চিনি, জিরা ১১ বস্তা, খোলা ৪ বস্তা চিনি মোট ১৩৬ বস্তা মালামাল সহ আমুয়াকান্দা বাজার এলাকার পয়ারী রোড থেকে যৌথ বাহিনী ২সমন্বয়ক কে আটক করা হয়।
আটককৃতরা হলেন জিল্লুর রহমান হৃদয়( ২২),ও মাসুদ রানা (২৪)।
আজ ২২ জানুয়ারি বুধবার বিকেলে তাদেরকে আটক করা হয়।
ফুলপুর থানা অফিসার ইনচার্জ ওসি সৈয়দ আব্দুল হাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহিমের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় ভারত থেকে চোরাচালান হয়ে আসা চিনি ও জিরার মজুদ পাওয়া যায়।বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায় দীর্ঘদিন ধরে এই এলাকায় চোরাচালান নিয়ে না না অভিযোগ রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn