
মন্দিরের সেবাইত বুদ্ধিমন্তকে হত্যা : খুনি – লিংকন সরকার গ্রেফতার
জমি-জমার বিরোধের জেরে এবং ধারের টাকা ফেরৎ না দেওয়ায় ৭০ বছর বয়সী বৃদ্ধ আপন চাচা ও মন্দিরের সেবাইত বুদ্ধিমন্ত সরকারকে হত্যা করে ভাতিজা। ভাতিজালিংকন সরকার কে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানার পুলিশ । হত্যার পর দুই পা কেটে লাশ বস্তাবন্দি করে খালের পানিতে ভাসিয়ে দেয়।
এ ঘটনায় নিহত বুদ্ধিমন্তের স্ত্রী বাদী হয়ে সোমবার কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
নিহতের বস্তাবন্দি খণ্ডিত লাশ উদ্ধারের ১ দিনের মাথায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে লিংকন সরকার। গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার ড. মো. রুহুল আমিন সরকার।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ি এলাকার সদাচার সেবাশ্রম ও মন্দিরের সেবাইত ছিলেন বুদ্ধিমন্ত। ভাই বিনয় সরকারের নিকট থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে ফেরৎ দিতে অস্বীকার করা এবং পৈত্রিক ২০ শতাংশ জমি বেশি রেকর্ড করে নেয় বুদ্ধিমন্ত। ভাতিজা লিংকন ধারের টাকা ও বেশি রেকর্ড করে নেওয়া ২০ শতাংশ জাগা ফেরত চাওয়ায় বুদ্ধিমন্ত রেগে যায়। এতে ক্ষোভের সৃষ্টি হয় বিনয়ের ছেলে লিংকনের মধ্যে। সেই ক্ষোভ থেকে গত বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত ও শ্বাসরোধ করে আপন চাচা বুদ্ধিমন্তকে হত্যা করে লিংকন সরকার। পরে দুটি পা কেটে বস্তাবন্দি করে লাশ ওয়াবদার খালে ফেলে দেয়। রোববার দুপুরে পার্শ্ববর্তী রামশীল স্লুইস গেটের পাশ থেকে বুদ্ধিমন্তের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে বিনয়ের বাড়ি থেকে তার ছেলে লিংকন সরকার কেগ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।