শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

মনোহরদীতে পিঠা উৎসব ও তারুণ্য মেলা-২০২৫ অনুষ্ঠিত 

মনোহরদীতে পিঠা উৎসব ও তারুণ্য মেলা-২০২৫ অনুষ্ঠিত

 

নরসিংদী মনোহরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী লোক ও কারোশিল্প মেলা,পিঠা উৎসব এবং তারুণ্য মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্য উৎসব -২০২৫ উদযাপনের অংশ হিসেবে বুধবার(১৫ জানুয়ারী)মনোহরদী উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা, পিঠা উৎসব এবং  তারুণ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান।

পরে তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃসজিব হাসান,মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুল জব্বারসহ উপজেলার অন্যান্য দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn