সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

মনোহরদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মনোহরদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 

নরসিংদী মনোহরদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার(২১ জানুয়ারী)সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের চরনারান্দীর দীঘাকান্দী সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে মনোহরদী থানা পুলিশ।

এ নিয়ে মনোহরদী থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান,দীঘাকান্দী এলাকায় একটি ব্রিজের নিচে বস্তা বন্দী অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী।প রে পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লুঙ্গি ও গেঞ্জি পরা ওই যুবকের বয়স ২৯ বছর। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জব্বার জানান,মরদেহ উদ্ধারের পর অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে। মৃত শাহিন আলম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ঢনডনিয়া গ্রামের মো.নজরুলের ছেলে। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্যে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn