মধ্যপ্রদেশে হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশে হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়ে মৃত্যু হল পশ্চিমবঙ্গের ৩ শ্রমিকের। টাওয়ারে সংস্কারের কাজ করছিলেন তাঁরা। আচমকা সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিশাল টাওয়ারে চাপা পড়ে যান ৩ জন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। মধ্যপ্রদেশের সীধী জেলার আমদাদ গ্রামের ঘটনা। সেখানেই পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বাংলার ৩ শ্রমিক। এখনও তাঁদের নাম, পরিচয় জানা যায়নি। জানা যায়, বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর ) সকাল থেকে টাওয়ারে কাজ করছিলেন শ্রমিকেরা। টাওয়ারটি বদলানোর কাজ চলছিল। পুরনো টাওয়ার সরিয়ে ওই স্থানে নতুন টাওয়ার বসানো হচ্ছিল। এদিন দুপুর সাড়ে ১২টায় আচমকা একটি টাওয়ার ভেঙে পড়ে। এত দ্রুত টাওয়ার ভাঙে যে, সেখান থেকে সরে যাওয়ার ও সময় পাননি শ্রমিকেরা। টাওয়ার ভেঙে পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে আর একজনে মৃত্যু হয়। ৩ জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে । তবে কোন জেলা থেকে তাঁরা মধ্যপ্রদেশে কাজ করতে গিয়েছিলেন, তা এখনও জানা যায়টি। সীধীর পুলিশ সুপার রবীন্দ্র বর্মা জানিয়েছেন, এই ঘটনায় মোট আহতের সংখ্যা ৬ জন। রেওয়া জেলার সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজে তাঁদের চিকিৎসা চলছে। মৃতেরা পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা হবে খোঁজ নিচ্ছে পুলিশ। সেই অনুযায়ী তাঁদের পরিবারকে খবর দেওয়া হবে।