শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

মধ‍্যপ্রদেশে প্রেমিককে বিয়ে করার জেদ করায় পুলিশের সামনেই তরুণীকে গুলি করে খুন !

মধ‍্যপ্রদেশে প্রেমিককে বিয়ে করার জেদ করায় পুলিশের সামনেই তরুণীকে গুলি করে খুন !

 

বিয়ের করতে বেঁকে বসেছিলেন বছর ২০ এর তরুণী। জানিয়ে দিয়েছিল, বিয়ে প্রেমিককেই করবেন। সেই অপরাধে পুলিশের সামনেই মেয়েকে গুলি করে খুন করলেন বাবা ও দাদা। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি ) রাতে ভারতের মধ‍্যপ্রদেশের গ্বালিয়রে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে প্রকাশ, নিহত তরুণীর নাম তনু গুর্জর। গ্বালিয়রের গোলা কা মন্দির এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গেছে, মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেই সামাজিক মাধ‍্যমে ৫২ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন ওই তরুণী। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে,,” আমি ভিকিকেই বিয়ে করতে চাই। আমার পরিবার প্রথমে রাজি হলেও এখন অস্বীকার করছে। তাঁরা আমাকে প্রতিদিন মারধর করেন। আমাকে মেরে ফেলার হুমকি ও দেওয়া হয়। আমার কিছু হয়ে গেলে সে জন‍্য দায়ী থাকবে আমার পরিবার।” কিছুক্ষণের মধ‍্যেই ভিডিওটি সামাজিক মাধ‍্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখে এসপি ধর্মবীর সিংহের নেতৃত্বে পুলিশের একটি দল তরুণীর বাড়িতে যায়। পুলিশের সামনে শুরু হয় কথা কাটাকাটি। তার মাঝেই। মেয়েকে সঙ্গে নিভৃতে কথা বলতে চেয়ে তনুকে ভিতরের ঘরে নিয়ে যান বাবা মহেশ গুর্জর। সঙ্গে যান দাদা রাহুল ও। এরপর পুলিশ কর্তাদের উপস্থিতিতেই মেয়েকে গুলি করেন বাবা ও দাদা। তনুর বুকে, কপালেও ঘাড়ে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর পিস্তল নিয়ে পুলিশের উপর চড়াও হন মহেশ ও রাহুল। মহেশকে গ্রেফতার করা হলেও রাহুল পালিয়ে গিয়েছেন। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। মহেশের পিস্তলটি ও বাজেয়াপ্ত করা হয়েছে। কিভাবে তারা ওই পিস্তল হাতে পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমেছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn