
মধ্যপ্রদেশে অজানা জন্তুর কামড়, জলাতংকের টিকা নিয়ে মৃত্যু ৬ জনের
অজানা জন্তুর আক্রমণে আক্রান্ত হয়েছিলেন ভারতের মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় ১৭ জন বাসিন্দা। তারপর সকলের চিকিৎসা চলছিল আক্রান্তদের কাছ থেকে অজানা জন্তুর বর্ণনা নিয়ে জলাতংকের টিকা দেওয়া হয়েছিল সকলকে। কিন্তু সেই টিকা দেওয়ার কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় ৬ জনের। একসঙ্গে এত জনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসীদের মধ্যে। এরপরেই সোমবার (২ জুন) সেই গ্রাম পরিদর্শন করেন জেলাশাসক। গ্রামবাসীদের মাঝে প্রশ্ন উঠেছে, অজানা জন্তুর আক্রমণের কারণেই এই ৬ জনের মৃত্যু হয়েছে, নাকি যে ভ্যাকসিন আক্রান্তদের দেওয়া হয়েছিল সেটাতেই কোনও গন্ডগোল ছিল? এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়তেই বারওয়ানির জেলাশাসক ওই গ্রামটি পরিদর্শন করেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তিনি সাংবাদিকদের জানান, আক্রান্ত ১১ জনের শারীরিক পরীক্ষা করা হচ্ছে। যদিও তাঁদের শরীরে কোনও কাটার চিহ্ন পাওয়া যায়নি। মেডিক্যাল টিম মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। তিনি আরও জানান, ” ভ্যাকসিনগুলিকে নির্দিষ্ট নিয়ম মেনে সংরক্ষণ করা হয়েছিল। যদিও এই ঘটনার পর ভ্যাকসিনের নমুনা পরীক্ষার জন্য হিমাচলপ্রদেশর একটি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট এলে আসল কারণ জানা যাবে।”