শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

মধুপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীতে জরিমানা

মধুপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসীতে জরিমানা

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আলোকদিয়া বাজার ও চাপড়ী বাজারের দুটি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৩ মে) প্রথমে আলোকদিয়া বাজার এবং পরে চাপড়ী বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি ফার্মেসীর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
এসময় প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান। এ অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন মধুপুর থানার আওতাধীন আলোকদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান মধুপুরের অতন্দ্র প্রহরি খ্যাত সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn