বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

মণিপুরে হিংসার ঘটনায় রাজ‍্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মুখ‍্যমন্ত্রী বীরেন সিং

মণিপুরে হিংসার ঘটনায় রাজ‍্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মুখ‍্যমন্ত্রী বীরেন সিং

 

 

ভারতের মণিপুরে রক্তক্ষয়ী হিংসার জন‍্য রাজ‍্যের সমস্ত নাগরিকের কাছে ক্ষমা চাইলেন মুখ‍্যমন্ত্রী এন বীরেন সিং। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) ইম্ফলে এক সাংবাদিক সম্মেলনে সর্ব সাধারণের উদ্দেশে বীরেনের বার্তা, ” ক্ষমা করুন এবং অতীত ভুলে যান”, মণিপুরে শান্তি ফিরবে। এদিন মণিপুরের মুখ‍্যমন্ত্রী বলেন, ” গোটা বছর দুর্ভাগ্যজনক কেটেছে আমাদের। গত বছরের ৩ মে থেকে যা ঘটে চলেছে রাজ‍্যে তার জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি আমি। অনেকেই প্রিয়জনকে হারিয়েছেন। অনেকে ঘর ছাড়া হয়েছেন। আমি অনুতপ্ত। ক্ষমা চাইছি। কিন্তু গত ৩/৪ মাসের শান্তি পরিস্থিতি আমার আশা যে ২০২৫ এর মধ‍্যে রাজ‍্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে।” এই সঙ্গে রাজ‍্যের ৩৫ টি উপজাতি গোষ্ঠীকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন তিনি। গত বছরের মে মাস থেকে মেইতেই এবং কুকি- জো সম্প্রদায়ের মধ‍্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এ পর্যন্ত ২৫০ জনের ও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ। এদিন বীরেন সিং আরও বলেন, ” সমস‍্যার সমাধান  একমাত্র আলোচনার মধ‍্যে শেষ হতে পারে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn