
মণিপুরে মায়ানমার সীমান্তে সেনার অভিযান, গুলির লড়াইয়ে ১০ জঙ্গি নিহত
ভারতের মনিপুর রাজ্যে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ১০ জঙ্গি। বুধবার (১৪ মে) রাজ্যের চান্দেল জেলায় অভিযান চালায় আসাম রাইফেলসের সদস্যরা। মায়ানমার সীমান্ত ঘেঁষা এলাকায় অভিযানে নামতেই সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালিয়ে ১০ জঙ্গিকে নিহত করেছে জওয়ানরা। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র ও। স্যোশাল মিডিয়া পোস্টে জঙ্গি দমন অভিযানের কথা জানিয়েছে সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড। সেখানে বলা হয়েছে, ” সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে বুধবার (১৪ মে) মণিপুরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে হানা দেন আসাম রাইফেলসের স্পিয়ার কর্পসের সদস্যরা।অভিযান শুরু হতেই গুলি চালায় জঙ্গিরা। জবাব দেয় সেনা। তখনই ১০ জঙ্গি নিহত হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। এখনও অভিযান অব্যাহত রয়েছে।