সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

মণিপুরের মুখ‍্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগ 

মণিপুরের মুখ‍্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগ

 

পদত্যাগ করলেন ভারতের মণিপুর রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এন বীরেন সিং। মণিপুরে জাতিগত হিংসার প্রায় ২ বছর পর রবিবার (৯ ফেব্রুয়ারি ) তিনি পদত্যাগ করেছেন। এদিন সন্ধ্যায় রাজ‍্যপাল অজয় কুমার ভল্লার কাছে তাঁর পদত‍্যাগপত্র জমা দিয়েছেন। বিগত বেশ কয়েকদিন ধরেই ভিতরে এবং বাইরে চাপের সম্মূখীন হতে হচ্ছিল বীরেনকে। রাজ‍্য বিজেপির একাধিক নেতারা তাঁর নেতৃত্বে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কংগ্রেস তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। সেই আবহে রবিবার (৯ ফেব্রুয়ারি ) নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক সেরে ইম্ফলে ফিরেই মুখ‍্যমন্ত্রী পদ থেকে  ইস্তফা দেন বীরেন। পদত্যাগপত্রে বীরেন লিখেছেন, ” এত দিন মণিপুরের মানুষের সেবা করতে পেরেছি এটা আমার কাছে সম্মানের। রাজ‍্যবাসীর স্বার্থরক্ষার জন্য পদক্ষেপ করা এবং নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ।” গত দেড় বছরের ও বেশি সময় ধরে অশান্ত মণিপুর। ২০২৩ সালের মে মাসে প্রথম মেইতেই এবং কুকি জো সম্প্রদায়ের মধ‍্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সে রাজ‍্যের পরিস্থিতি। এরপর থেকে বিভিন্ন সময় আগুন জ্বলছে রাজ‍্যে। সরকারি ও বেসরকারি সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এই রাজ‍্যে। গৃহহীন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ‍্যমন্ত্রী ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। গত বছরের শেষ দিনে মণিপুরবাসীর কাছে প্রকাশ‍্যে ক্ষমা ও চেয়েছিলেন বীরেন। আশ্বাস দিয়েছিলেন রাজ‍্যে শান্তি ফেরাবেন। কিন্তু তাঁকেই পদত্যাগ করতে হল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn