রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

ভোলায় ভাসানীর মঞ্চ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভোলায় ভাসানীর মঞ্চ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভোলা শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় বা বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম ফাহিম আহমেদ মুন। তিনি বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তারা সপরিবারে ভোলা শহরের কাঁচাবাজার সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া রয়েছেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার বাড়ি থেকে বের হন মুন। এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার সকালের দিকে স্থানীয়রা ভাসানীর মঞ্চে তার ঝুলন্ত মরদেহ দেখে পরিবার ও পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে তার পরিবারের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলা স্কুলের একটি সিসি টিভির ফুটেজে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ওই যুবক আত্মহত্যা করেছে। তবে পুরো বিষয়টি তদন্ত চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn