বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ভোটের মাধ্যমে নির্বাচিত হলো মিরপুর সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক

ভোটের মাধ্যমে নির্বাচিত হলো মিরপুর সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক

 

মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি জহিরুল ইসলাম-সাধারন সম্পাদক মারুক হায়দার,সহ-সভাপতি পদে আসাদুজ্জামান তালুকদার, যুগ্ন-সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন। বুধবার ২১শে মে রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৩১ জন ভোটারের মধ্যে ২২ টি ভোট প্রদান করে ভোটার গণ। রাত ৯.০০টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪ টি পদে প্রত্যেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত হন।মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিট ২০২৫- থেকে ২০২৬ পর্যন্ত উক্ত কমিটি ১ বছরের জন্য নির্বাচিত হলেন। নবনির্বাচিত নেতারা বলেন আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সেক্রেটারি বলেন, উক্ত কমিটির সকল সদস্য গন আমাদের সার্বিক সহযোগিতা করলে এই সংগঠনকে একটি প্রতিষ্ঠিত সংগঠন আকারে করতে পারব বলে আশা রাখি।অবহেলিত সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাতে পারবো বলে আমরা আশাবাদী। জীবনের শেষ পর্যায়ে সাংবাদিকতার পেশায় কিছুই থাকে না তাদের পরিবারদের জন্য একটা কিছু করতে পারলে এই সমিতির মূল লক্ষ্য থাকবে। আমরা চাইবো সকল সাংবাদিক পরিবারের জন্য চলার মত একটি বাস্তবভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে কেউ আর কিছু ফেলতে পারবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn